Fake IAS Debanjan: 'অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ নিতে হবে উদ্যোক্তাদের', দেবাঞ্জন কাণ্ডের পর বিধায়কদের সতর্ক করল তৃণমূল
আজ বিধানসভায় অনুষ্ঠিত হল তৃণমূলের (TMC) পরিষদীয় দলের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে এই বৈঠকে তৃণমূল বিধায়কদের সতর্ক করা হয়। বিধায়কদের বলা হয়, ‘কোন অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক থাকতে হবে বিধায়কদের। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তার উদ্যোক্তাদের বিষয়ে খোঁজ নিতে হবে।’ ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের প্রতারণা কাণ্ড থেকে শিক্ষা নিয়েই আজ এই বৈঠকের আয়োজন করা হয়। এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, শুধু দেবাঞ্জন কাণ্ডই নয়, আরো অনেক ঘটনা রয়েছে।
সেন্ট্রাল অ্যাভিনিউর হিন্দুস্তান বিল্ডিংয়ের কাছে বিজেপির মিছিল আটকে আজ বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। গ্রেফতার করে বাসে তোলা হয় বিজেপি কর্মীদের। গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে। "দেবাঞ্জনের মতো মানুষ সারা পশ্চিমবঙ্গে রয়েছে। আজ আমরা যা নিয়ে প্রতিবাদ করছি, তা তো তৃণমূল সরকারের করার কথা। কে দেবাঞ্জনকে ভ্যাকসিনেশন ক্যাম্প করার অনুমতি দিল?", প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা পাল।