Farm Laws: 'রাষ্ট্রনায়কোচিত ঘোষণা', কৃষি আইন প্রত্যাহার নিয়ে মোদির প্রশংসায় অমিত শাহ | Bangla News

Continues below advertisement

আগামী বছর পঞ্জাব, উত্তরপ্রদেশে নির্বাচনের মুখে কৃষি আইন প্রত্যাহার করেছে মোদি সরকার (Modi Government)। এই সিদ্ধান্তে কৃষকদের জয় দেখছে বিরোধী শিবির। এই অবস্থায় সরকারের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে নরেন্দ্র মোদির ভূমিকাকে তুলে ধরার চেষ্টা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  তিনি ট্যুইটে লিখেছেন, "কৃষি আইন নিয়ে এই ঘোষণা রাষ্ট্রনায়কোচিত। ঘোষণাকে স্বাগত। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের সেবা করার পাশাপাশি তাঁদের পাশেও থাকবে। প্রধানমন্ত্রী গুরু নানকের জন্মদিনটিকে এই ঘোষণার জন্য বেছে নিয়েছেন। এই ঘোষণার সময় প্রতিটি ভারতীয়র স্বার্থ ছাড়া অন্য কিছুই মাথায় রাখা হয়নি। এতেই বোঝা যায়, প্রধানমন্ত্রী একজন যথার্থ রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করেছেন।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram