Farmer's Movement: '৬০০ কৃষকের মৃত্যু, দিল্লির প্রতিক্রিয়া নেই!', কৃষক আন্দোলন নিয়ে সরব মেঘালয়ের রাজ্যপাল| Bangla News

Continues below advertisement

কৃষক আন্দোলন নিয়ে ফের সরব মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক (Satyapal Malik)। "এমন ধরনের আন্দোলন আগে হয়নি। শাসকদলের যে অংশের ক্ষমতা মাথায় উঠে গেছে, যারা মাটি দেখতে পারছে না, তারা খুব তাড়াতাড়ি টের পাবেন। ৬০০ কৃষকের মৃত্যু হয়েছে, অথচ দিল্লি থেকে কোনও প্রতিক্রিয়া নেই।" কৃষক আন্দোলন নিয়ে ফের সরব মেঘালয়ের রাজ্যপাল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram