Fatafat : কংগ্রেস কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর অভিযোগ থানার আইসির বিরুদ্ধে ও অন্যান্য খবর ।Bangla News
কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায়, ঝালদা থানার IC’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। এবার, পুলিশের বিরুদ্ধে উঠল আরও এক গুরুতর অভিযোগ। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ঝালদার SDPO ও পুরুলিয়ার পুলিশ সুপার ফোন ধরেননি।
ঝালদা হত্যাকাণ্ডের আঁচ পৌঁছল সংসদেও। লোকসভায় দাঁড়িয়ে, আদালতের নজরদারিতে CBI তদন্তের দাবিতে সরব হলেন অধীর চৌধুরী। সমর্থন জানালেন সনিয়া গান্ধী। পাল্টা, কুণাল ঘোষ বলছেন, অধীরকে দিয়ে এসব বলাচ্ছে বিজেপি
পানিহাটিতে (Panihati) কাউন্সিলর খুনে গ্রেফতার আরও এক। গ্রেফতার বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত। পুলিশ সূত্রে খবর, কাউন্সিলর খুনে সরাসরি জড়িত বাপি। পূর্ত দফতরের ঠিকাদার বাপি। বেশ কিছুদিন ধরেই অনুপম দত্তের সঙ্গে বিবাদ চলছিল বাপি ওরফে সঞ্জীব পণ্ডিতের। এদিকে আজ দোষীদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিলের আয়োজন করা হয় আগরপাড়ায়। আগরপাড়ার পাঞ্জাব ভিলা থেকে এই মিছিল শুরু হয়। এলাকার সাধারণ মানুষ, তাঁর শুভানুধ্যায়ী সকলে এই মিছিলে অংশ নিয়েছেন। এই মৌন মিছিল মাতঙ্গিনী হাজরা কলোনি হয়ে তাঁর বাড়িতে গিয়ে শেষ হবে। 'এর মধ্যে বাপি পণ্ডিত একা নেই, বিজেপির শীর্ষ নেতারাও জড়িত', বিস্ফোরক দাবি নিহত কাউন্সিলরের স্ত্রীর।