Firhad Hakim: 'এটা কোনও গোষ্ঠীদ্বন্দ নয়', ক্যানিংয় শ্যুটআউট ঘটনায় মন্তব্য ফিরহাদের । Bangla News

Continues below advertisement


ক্যানিং-এ বাড়ির সামনেই যুব তৃণমূল নেতাকে গুলি। এসএসকেএম-এ আনার পর গভীর রাতে মৃত্যু। মৃতের পরিবারের দাবি গোষ্ঠী দ্বন্দের জেরে খুন। নিহত যুব তৃণমূল অঞ্চল সভাপতির নাম মহরম শেখ। মৃতের স্ত্রীর অভিযোগ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ অটোয় চড়ে আসা ৫-৬ জন দুষ্কৃতি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা যুব তৃণমূল নেতাকে ঘিরে ধরে এলোপাথারি গুলি চালায়। তৃণমূল নেতার মাথায়, কাঁধে গুলি লাগে। আরেকটি গুলি বুক এফোর ওফোর করে চলে যায়। 

এ বিষয় তৃণমূলের ফিরহাদ হাকিম বলেন, এটা কোনও গোষ্ঠীদ্বন্দ নয়। সব মৃত্যুই অত্যন্ত দুঃখের। যখনই কোনও বিজেপির মারধোরের ঘটনা ঘটে তখনই ওঁরা বলবে তৃণমূল মেরেছে। আর যখন তৃণমূলের কেউ গুলিতে আহত হন তখন ওঁরা বলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram