Governor v/s Mamata: রাজ্য ও রাজ্যপালের সংঘাতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি, হাওয়ালা মামলা নিয়ে তুঙ্গে বাকযুদ্ধ
রাজ্য-রাজ্যপাল সংঘাতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। উত্তরবঙ্গ সফর, জৈন হাওয়ালা (Jain Hawala) মামলা, জিটিএ (GTA) ইস্যু নিয়ে একে অপরকে আক্রমণ, পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ‘রাজ্যপাল এখন কেন উত্তরবঙ্গে গেলেন? আমি এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। রাজ্যপাল দুর্নীতিগ্রস্থ। জৈন হাওয়ালাকাণ্ডে ওনার নাম ছিল’। অনদিকে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন রাজ্যপাল। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন।’ এই বাকযুদ্ধে জড়িয়ে এলে অপরকে তোপ দাগছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে সুখেন্দু শেখর রায় বলেন, ‘হাওয়ালা কাণ্ডের মতো বড় ইস্যুতে যার নাম রয়েছে তিনি এক রাজ্যের রাজ্যপাল হয়েছেন। যা রাজ্যের পক্ষে বিপজ্জনক।’ তাঁর এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ভোট পরবর্তী হিংসা নিয়ে আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম। তিনি মানুষের হয়ে কাজ করছেন বলে তাঁকে এইভাবে অপমান করা হচ্ছে।’