Mamata Slams Dhankhar: ‘জৈন হাওয়ালা মামলায় চার্জশিটে কার নাম ছিল, প্রকাশ করুন’, ধনকড়কে নিশানা মমতার

Continues below advertisement

উত্তরবঙ্গ সফর নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ‘রাজ্যপাল এখন কেন উত্তরবঙ্গে গেলেন? আমি এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। রাজ্যপালের অপসারণ চেয়ে ৩টি চিঠি লিখেছি। জিটিএ নিয়ে তদন্তের আগে আগে রাজ্যপালের সফরের তদন্ত হওয়া উচিত। কাদের নিয়ে গেছে, কত টাকা খরচ হয়েছে, সব তদন্ত হওয়া উচিত। দার্জিলিংয়ের উপর এত রাগ কেন? যা ইচ্ছে তাই করবেন, মেনে নেব না। উত্তরবঙ্গকে অশান্ত করতে জেনেবুঝে দার্জিলিঙে গেছেন রাজ্যপাল। শুধু বিজেপির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। উত্তরবঙ্গকে ভাগের চক্রান্ত চলছে, এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল।’

এরপর রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘জৈন হাওয়ালা মামলায় কে যুক্ত ছিলেন, চার্জশিটে নাম ছিল কিনা প্রকাশ করুন। যেভাবে টাকা-কমিশনকে কাজে লাগিয়ে ভোট, সবাই জানে। অফিসার, পর্যবেক্ষকদের বদলে রাজনৈতিক কমিশন ভোট করিয়েছে। ভুয়ো খবর ছড়িয়ে সোশাল মিডিয়ায় প্রচারের চেষ্টা চলছে।’  মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) বলেছেন, ‘জিটিএ (GTA) নিয়ে যে গুরুতর অভিযোগ উঠেছে, তার জবাব দিন। দুর্নীতি হলে কারা জড়িত, তার কেন তদন্ত হচ্ছে না?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram