'বাজেটটা ভালো করে দেখলেই বুঝবেন', শিল্প সম্মেলন নিয়ে রাজ্যপালকে পাল্টা খোঁচা সৌগত রায়ের
Continues below advertisement
"উনি বাজেটটা ভালো করে দেখলেই সব বুঝতে পারবেন," শিল্প সম্মেলন নিয়ে তথ্য তলব করায় রাজ্যপালকে আক্রমণ সৌগত রায়ের। বললেন, "'ট্যুইটারে প্রশ্ন করাটা ওনার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। সংবিধানের ১৬৭ ধারা অনুযায়ী উনি ওনার সব প্রশ্ন রাজ্য সরকারকে লিখতে পারেন। প্রত্যেকবারই গ্লোবাল সামিটের সময়ে জানানো হয় কী কী প্রস্তাব এসেছে। উনি জানা কথা আবার জানতে চাইছেন।"
Continues below advertisement
Tags :
Industrical Conference Global Summit Sougata Roy Jagdeep Dhankhar ABP Live Governor Abp Ananda TMC