Hirak Rajar Darbar: কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? ‘হীরক রাজার দরবার | ABP Ananda LIVE
ABP Ananda Live: কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার,
আরও খবর,
ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি, শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের। বাংলায় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ, অভিযোগ রাজ্যপালের। প্রকল্প বাস্তবায়নে আমাকে সক্রিয় ভূমিকা নিতে বলেছেন প্রধানমন্ত্রী, দাবি রাজ্যপালের। 'পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার'। রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর তথ্য দেওয়া বাধ্যতামূলক, মন্তব্য সি ভি আনন্দ বোসের। মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, অখিলকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল। বরখাস্তের খাঁড়া এড়াতে তড়িঘড়ি পদত্যাগের ঘোষণা অখিল গিরির। মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানেই অনড় অখিল। 'মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই'। পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার অখিলের। তৃণমূল নেতৃত্বের 'বিবেকবান' হওয়ার নির্দেশকে কটাক্ষ করে বন দফতরকে আক্রমণ অখিলের। বন দফতর কোথায় বিবেকবান হল? প্রশ্ন অখিল গিরির।