Howrah Bally Bill: হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে রাজ্যপালকে নিজের এক্তিয়ার মনে করালেন সৌগত রায়। Bangla News
Continues below advertisement
হাওড়া পুরসভা সংশোধনী বিল ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। নতুন জল্পনা উসকে ট্যুইট রাজ্যপালের। ফের লিখলেন, হাওড়া পুরসভা থেকে বালিকে বিচ্ছিন্ন করতে অনুমোদনের জন্য তাঁর কাছে বিলই পাঠানো হয়নি। পাশাপাশি, রাজ্যপালের প্রস্তাব, ২০১৫-র মতো হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট হতে পারে। এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করে একটা আইন পাশ হয়েছে। সেই আইন রাজ্যপালের কাছে সম্মতির জন্য় পাঠানো হয়েছে। রাজ্যপাল মত না দিলে, তাও জানান। কারণ সংবিধানের ২০০ ধারায় এটা পরিষ্কার লেখা আছে রাজ্যপালের তিনটি বিকল্প আছে। নয় বিলে সম্মতি দিন। নয় সম্মতি দেবেন না। নয় রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিন। ওঁর বাকি কোনও শর্ত রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকার দেখবে না। '
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Jagdeep Dhankhar Saugata Roy Howrah Bill