'বিশাল জনসমাগম প্রমাণ করে মানুষ একতরফা বিজেপিকে বেছে নিয়েছে', JP Nadda
Continues below advertisement
আজ ইংরেজবাজারে রোড শোতে যোগ দেন জেপি নাড্ডা (JP Nadda)। রোড শো থেকে তিনি বলেন, 'পিসি-ভাইপো আমাকে স্বাগত করার জন্য রাস্তার পাশে কাটআউটে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন। এই বিশাল জনসমাগম প্রমাণ করে মানুষ একতরফা বিজেপিকে বেছে নিয়েছে।' দিল্লির কৃষক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব কৃষদের প্রতি সহানুভূতিশীল রয়েছেন। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। নতুনদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, কাদের দলে নেওয়া হবে সেটা স্থানীয় নেতৃত্ব ঠিক করবেন।
Continues below advertisement
Tags :
Nadda Roadshow ABP Ananda Ratha Yartra TMC ABP Ananda LIVE West Bengal Elections With ABP Ananda BJP Bengal Election Roadshow Malda West Bengal Elections 2021 Dilip Ghosh Kailash Vijayvargiya JP Nadda