BJP's Internal Clash: 'দলের সঙ্গে সুর মেলাতে না পারলে, সেটা ওই ব্যক্তির সমস্যা', বিক্ষুব্ধদের নিয়ে বললেন দিলীপ
"ভোটের আগে তৃণমূল (TMC) পুরো ঝরঝরে হয়ে গিয়েছিল। বিধায়ক, সাংসদ, মন্ত্রী, মেয়র সবাই পালিয়ে আসছিলেন। তখন কী হল? সেই দল জিতেছে। এখন আমাদের দলে পুলিশ, গুণ্ডা দিয়ে অত্যাচার করা হচ্ছে, খুন করে ভয় দেখানো হচ্ছে। বিজেপির উত্থানে যাদের যোগদান নেই তারা মন খারাপ করে বসে আছে। দলের সঙ্গে যদি কেউ সুর মেলাতে না পারে, তাহলে সেটা ওই ব্যক্তির সমস্যা, দলের নয়", প্রতিক্রিয়া দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
Tags :
Dilip Ghosh TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Rajib Banerjee BJP-TMC Clash Suvendu Adhiakri BJPs Internal Clash BJPs Internal Clash BJP-TMC Clash