Jhalda: 'খুন হয়েছেন নিরঞ্জন, পুলিশের ভূমিকা ন্যক্কারজনক', CBI তদন্তের দাবি সুকান্তর।Bangla News

Continues below advertisement

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার নিরঞ্জন বৈষ্ণব নামে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। সুইসাইড নোটে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। পরিবারের দাবি, তপন কান্দুর ঘনিষ্ঠ ছিলেন নিরঞ্জন। খুনের দিন কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে হাঁটতেও বের হন। অভিযোগ, তপন কান্দু খুন হওয়ার পর পুলিশ নিরঞ্জনকে বারবার ডেকে পাঠিয়ে নির্যাতন শুরু করে। ফলে আতঙ্কে ভুগছিলেন ওই ব্যক্তি। পুলিশের চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী বলে পরিবারের দাবি।

এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই খুনটিও সিবিআই তদন্তের আওতায় আসায় উচিত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram