John Barla: মন্ত্রী হওয়ার পর জন বার্লাকে নিয়ে কী বললেন অধীর চৌধুরী?

Continues below advertisement

বাংলা থেকে প্রতিমন্ত্রী হয়েছেন জন বার্লা (John Barla)। সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা। আজ এই নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "যেহেতু উত্তরবঙ্গে ভাল ফলাফল হয়েছে তাই সার্বিকভাবে ওই এলাকাগুলিকে ধরে রাখার জন্য ওখানকার বিজেপি সাংসদকে মন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে হয়তো। বাজার বুঝে, হাওড়া বুঝে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলে ভোটের বাজারকে গরম করবে। ভোটের আগে এনআরসি, নাগরিক আইনের কথা বলেছিল বিজেপি। ভোট চলে গেছে এখন আর সেই কথা উঠছে না। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার আওয়াজ তুলে আগামীদিনে ভোটের বাজারে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে বিজেপি। উত্তরবঙ্গ নিয়ে বিভাজনের রাজনীতি করলে বাংলার মানুষ বিজেপিকে সমূলে উৎখাত করবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram