John Barla: 'আলিপুরদুয়ারে এলেই জন বার্লাকে কালো পতাকা দেখানো হবে', হুঁশিয়ারি তৃণমূলের
Continues below advertisement
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে হুঁশিয়ারি তৃণমূল নেতার।‘জন বার্লা বিচ্ছিন্নতাবাদী নেতা, আলিপুরদুয়ারে ঢুকতে দেব না’, হুঁশিয়ারি তৃণমূলের আলিপুরদুয়ার টাউন কমিটির সভাপতির। তিনি বলেন, ‘আলিপুরদুয়ারে এলেই কালো পতাকা দেখানো হবে। যেখানেই যাবেন, গোব্যাক স্লোগান দেওয়া হবে। জন বার্লা একজন বিচ্ছিন্নতাবাদী নেতা। তিনি উত্তরবঙ্গ ভাগ করা দাবি তুলেছেন। কেন্দ্রীয় সরকার তাঁকে মন্ত্রী বানিয়ে ক্ষমতা দিয়েছে। কিন্তু আলিপুরদুয়ারের নাগরিকরা তাঁকে এই ক্ষমতা দেয়নি, দেবেও না। আলিপুরদুয়ারের নাগরিকরা বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না।’ এই প্রসঙ্গে বিজেপির তরফে প্রতিক্রিয়া, ‘আমরা জানি তৃণমূল রাজ্যপালকেও কালো পতাকা দেখায়, গো ব্যাক বলে। তৃণমূলের আইন আর সংবিধানের প্রতি কোন আস্থা নেই। তাঁদের কাছ থেকে আর কী আশা করা যায়।’
Continues below advertisement
Tags :
TMC BJP North Bengal ABP Ananda Alipurduar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Bengal Politics John Barla