Joyprakash Majumdar: দায়িত্ব অনুযায়ী ২০২১-এর নির্বাচনের আগে-পরে দলে রাজনৈতিক বিশ্লেষণের কাজ করেছি : জয়প্রকাশ| Bangla News

বিজেপি থেকে সাময়িক বরখাস্ত জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar) এবং রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। আজ সাংবাদিক বৈঠক করেন বিক্ষুব্ধ দুই বিজেপি নেতা। জয়প্রকাশ মজুমদার বলেন, "বিজেপিতে ২০১৪তে যোগদানের পরের বছরই বিজেপি আমাকে রাজ্যের সহসভাপতি করে। তার পরের বছর আরেকটি দায়িত্ব দেয়। সেটা অনেকেরই অজানা। সেটা হল পলিটিক্যাল অ্যানালিসিস অ্যান্ড পলিটিক্যাল ফিডব্যাক। এই দায়িত্ব আমাকে দেওয়া হয়। সেই হিসেবে সেই কাজ ২০২১-এর নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি করে এসেছি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola