Khardah Bypoll: 'প্রশাসন-গুন্ডাদের কাজে লাগিয়ে জেতার চেষ্টা TMC-র', খড়দায় BJP-র প্রচারে হামলা প্রসঙ্গে দিলীপ| Bangla News

Continues below advertisement

খড়দায় বিজেপির (BJP) প্রচারে ফের হামলা। জয় সাহার প্রচারে হামলার জন্য কাঠগড়ায় তৃণমূল। ভোটার স্লিপ ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। প্রচারে সামিল বিজেপি কর্মীদের মারধর।

বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবিষয়ে বলেন, "পুলিশ যদি আমাদের প্রার্থীদের আটকায়, নেতাদের আটকায় তাহলে ওদের জয় তো নিশ্চিত হবেই। সমস্ত জায়গায় আমাদের পতাকা, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। গতকাল গোসাবায় সভা চলাকালীন মাইকের তার কেটে দেওয়া হয়েছিল। প্রশাসন এবং গুন্ডাদের কাজে লাগিয়ে জেতার চেষ্টা করছে তৃণমূল (TMC)।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram