KMC Election 2021: 'স্বৈরতন্ত্র চলছে', সল্টলেকে শুভেন্দুর বাড়ি ঘেরাও প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার| Bangla News

Continues below advertisement

১৬ জন বিধায়ক নিয়ে সল্টলেকের বাড়িতে বৈঠক করছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বিজেপি নেতা। কিছুক্ষণ পর জয়প্রকাশ মজুমদার বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিধাননগর থানার পুলিশের সঙ্গে বচসা এবং বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। র‍্যাফ সহ পুলিশের বিভিন্ন বাহিনী সল্টলেকের এই বাড়িটিকে ঘিরে রেখেছে। বাড়ি থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না। কী কারণে পুলিশের এই সিদ্ধান্ত তা এখনও জানা যাচ্ছে না। কিছুক্ষণ আগেই বাড়িতে এসে উপস্থিত হয় বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। অবরুদ্ধ করে রাখা হয়েছে গোটা বাড়ি।

এপ্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar) বলেন, 'সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়েরে একটি মিটিংয়ে আটকেছিল। সেই কারণে তৃণমূল কংগ্রেস গোটা বিধানসভা ভাঙচুর করেছিল। বিধাননগরে কোনও ১৪৪ ধারা নেই। কোনও বাধা নেই। এখানে কোনও ভোট হচ্ছে না। পুলিশ অফিসার বলল আমাদের উপর থেকে আদেশ, এখান থেকে কাউকে কোথাও যেতে দিতে পারব না। স্বৈরতন্ত্র চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কতখানি ভয় পেয়েছে বিজেপিকে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram