Pegasus Spyware: দেশে নতুন প্রজন্মের যারা উঠে আসছেন তাঁদের নিয়ে চিন্তিত এই অশুভ শক্তি, অভিষেকের ফোনে আড়ি পাতার অভিযোগ প্রসঙ্গে কুণাল

হ্যাক হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোন। হ্যাক হয়েছিল প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ফোনও। স্পাইওয়্যার (Pegasus Spyware) বিতর্কে দাবি 'দ্য ওয়্যার' -এর। "রাহুল গাঁধীর দুটি ফোন নম্বরকেও টার্গেট করা হয়েছিল। স্পাইওয়্যারের তালিকায় রাহুল গাঁধীর ২টি ফোন। টার্গেট ছিল রাহুলের কিছু সহযোগী, বন্ধুর ফোন নম্বরও। ” এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "দেশ চালানোর নাম করে দুই-তিন জন ব্যক্তি দখলদারির রাজ চালাচ্ছেন তাঁদের একটা কুৎসিত চক্রান্ত প্রকাশ পেয়েছে। অভিষেকের ফোনে আড়ি পাতার অর্থ দেশে নতুন প্রজন্মের যারা উঠে আসছেন তাঁদের নিয়ে এই অশুভ শক্তি চিন্তিত।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola