Kunal Ghosh: অকৃতজ্ঞ, বেইমান, পাল্টিবাজ...শুভেন্দু সম্পর্কে বেশ করেছি বলেছি, মানহানির মামলা প্রসঙ্গে কুণাল| Bangla News

Continues below advertisement

কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে মানহানির মামলা। শুভেন্দুর (Suvendu Adhikari) ভাই সৌম্যেন্দু অধিকারীর। কাঁথি আদালতে কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা। গতকাল নন্দীগ্রামে কুণাল ঘোষের মন্তব্যের ভিত্তিতে মামলা দায়ের করেন সৌম্যেন্দু। 

এই নিয়ে কুণাল ঘোষ বলেন, "অকৃতজ্ঞ, বেইমান, পাল্টিবাজ, সুবিধাবাদি, গিরগিটি, ধান্দাবাজ শুভেন্দু অধিকারীকে বলেছিলাম। আমি বেশ করেছি বলেছি। ওর ভাই যদি কোনও মামলা করে থাকেন মহামান্য আদালত তার বিচার করবে। বিচারকও বাংলার মানুষ। কারা তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ব্যবহার করে দুনিয়ার পদ পাওয়ার পর বিজেপিতে (BJP) গিয়ে ছুরি মারছে তা সারা বাংলার সবাই জানে। কিছু কথা আমি কড়া ভাবে বলেছি। বেশ করেছি। আইন আইনের পথে চলবে। আইনজীবী অয়ন চক্রবর্তী বিষয়টি দেখে নিচ্ছেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram