Kunal Ghosh: 'আইনি কারণে পদযাত্রা বাতিল হলে ভোট হবে কী করে?' ত্রিপুরায় পদযাত্রা বাতিল প্রসঙ্গে কুণাল | Bangla News

Continues below advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রা বাতিল করল ত্রিপুরা পুলিশ। রাজনৈতিক হিংসার পরিস্থিতি খতিয়ে দেখে আগরতলা শহরে কোনও রাজনৈতিক দলকেই মিটিং অথবা রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। জানিয়েছে ত্রিপুরা পুলিশ।  এ প্রসঙ্গে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'কাল রাতে আমাদের পদযাত্রা বাতিল করেছে। বলেছে সবার বাতিল করেছে। সবার তো পদযাত্রা ছিলই না, ছিল আমাদের। আর আইনি কারণে যদি হয়, একটা পদযাত্রা করতে দিতে পারে না, যেই রাজ্যে সেখানে ভোট হবে কী করে। সুপ্রিম কোর্ট অবাধ ও সুষ্ঠ নির্বাচন করতে বলেছে। এই তার নমুনা?'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram