Kunal Ghosh: 'বিজেপির কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই ট্যুইট', আক্রমণ কুণালের। Bangla News
ডায়মন্ড সংঘাতে এবার কল্যাণের বক্তব্যকে হাতিয়ার করে ট্যুইট অমিত মালব্যর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। 'দল এবং সরকার পরিচালন করেন মমতাই, অন্য কেউ নয়। আমরা সবাই ভোট পেয়েছি মমতার জন্যই। অন্য কেউ নয়', মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। তবে কী উচ্চাকাঙ্খী ভাইপোর ডানা ছাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যয়? ট্যুইট বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবিষয়ে বলেন, 'ট্যুইট মালব্যর আগে উচিত দুটি বিষয়ে ভাবসম্প্রসারণ করার। বিক্ষুব্ধ রাজ্য বিজেপির শিবির, তারা যে সাংবাদিক বৈঠকটি করেছে। এবং দ্বিতীয়ত রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন রাজ্যপাল যে কামিনী কাঞ্চনে ঢোবার কথা বলেছেন, সেটি সম্বন্ধে ভাব সম্প্রসারণ করুক উনি। নিজের দলের কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই তিনি এই ধরণের ট্যুইট করছেন।'