Kunal Ghosh: 'আমরাও সৌজন্যের বৃষ্টিপাত দেখিয়ে দেব', মিঠুন ও দেব বিতর্কে মন্তব্য কুণাল ঘোষের | ABP Ananda LIVE
মিঠুন ও দেব বিতর্কে ফের মুখ খোলেন কুণাল ঘোষ। 'যাঁরা সিনেমা করেন, তাঁরাই যেন উদার আর আমরা সংকীর্ণ। তাহলে আমরাও সৌজন্যের বৃষ্টিপাত দেখিয়ে দেব', মন্তব্য কুণাল ঘোষের। 'দেব ফোন করে বলেছেন, ভোটের সময় সৌজন্যমূলক বিবৃতি আর দেবেন না', দাবি কুণাল ঘোষের।