Kunal on Sovan-Baisakhi: বৈশাখীকে সম্পত্তি দান শোভনের, 'হাফ জামাই-ডামি জামাই' বলে কটাক্ষ কুণালের

Continues below advertisement

নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) দান করেছেন বলে জানালেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তাঁর দাবি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি উইল করে, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এপ্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "আজ জামাইষষ্ঠীতে কানে এল এক হাফ জামাই, ডামি-জামাইয়ের অ্যাকাউন্ট থেকে পদবী চলে গেল, কখনও আবার তিনি সম্পত্তি দিয়ে দিলেন। জামাইষষ্ঠীতে যখন অন্য জামাইরা পাচ্ছেন, তখন সেই হাফ জামাই ছাড়ছেন।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram