Kunal On Suvendu: 'নারদ থেকে বাঁচতে শুভেন্দু-তুষার মেহতা বৈঠক?' প্রশ্ন কুণাল ঘোষের

Continues below advertisement

"নারদ (Narada) কেলেঙ্কারির এফআইআর-এর (FIR) নাম থাকা অভিযুক্ত ব্যক্তি। সিবিআইয়ের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে বৈঠক করেলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেফতার চাই।" ট্যুইট করলেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, এরপর নারদ মামলায় সিবিআইয়ের (CBI) আইনজীবী তুষার মেহতার সঙ্গে বৈঠক করতে গেলেন। বিরোধী দলনেতার সঙ্গে সলিসিটর জেনারেলের কী সম্পর্ক থাকতে পারে? এটা স্পষ্ট যে নিজের গ্রেফতারি এড়াবার জন্য কী কী কৌশল হতে পারে বিজেপিকে তা মধ্যস্থতা করে সাজিয়ে দিচ্ছে। আইনের কী কী ফাঁক তৈরি করা যাক সেই জন্য শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করলেন কিনা, এটা সবথেকে বড় প্রশ্ন। নারদ মামলার এফআইআর-এ যাঁর নাম রয়েছে, যিনি বিজেপিতে যোগ দিয়েছেন গ্রেফতারি এড়াবার জন্য তিনি সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে বৈঠক করছেন এটা কোন দেশী আইনি নিরপেক্ষতা চলছে? তুষার মেহতার সঙ্গে কেন এই সময় একজন এফআইআর নেমড তিনি কেন বৈঠক করলেন? এই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। বাকিদের হ্যারাস করা হলেও শুভেন্দু অধিকারীকে কীভাবে আইনের ফাঁক দিয়ে বাঁচিয়ে আনা যায় তার চেষ্টা হচ্ছে কি না সেই ব্যাপারেই আমি প্রশ্ন তুলেছি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram