Lakhimpur: 'BJP সরকার নিরপেক্ষ নয়, আইনের শাসনে বিশ্বাস করে না', লখিমপুরের ঘটনা প্রসঙ্গে জয়প্রকাশ।Bangla News
Continues below advertisement
"লখিমপুর খেরিতে মোদি সরকারের এক মন্ত্রীর স্বনামধন্য পুত্র অবলীলায় গাড়ি চাপা দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলেছিল। মোদি (Narendra Modi) সরকার বিচারের ব্যবস্থা করেনি, যোগী (Yogi Adityanath) সরকার আবার অভিযুক্তকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছে। হাইকোর্টে বিশেষভাবে সরকারি উকিলের মুখ বন্ধ করেছিলেন, জামিনের ব্যবস্থা করেছিলেন। এর ফলে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হল। এর অর্থ রাজ্য সরকার আসলে অপরাধীকে আড়াল করার চেষ্টা করছিল। তার তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পরিষ্কার বলেন অপরাধীর কোনও রং না দেখে ব্যবস্থা নিতে হবে। বিজেপি (BJP) সরকার আদতে নিরপেক্ষ নয়, তারা আইনের শাসনে বিশ্বাস করে না, তা ফের একবার প্রমাণিত হল।" বললেন জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)।
Continues below advertisement
Tags :
BJP Supreme Court Uttarpradesh Adhir Chowdhury ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Lakhimpur Allahabad Highcourt Jayprakash Majumder এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Asish Mishra Kheri এবিপি আনন্দ