Lakhimpur : মামলায় রায় ঘোষণা না হওয়া প‌র্যন্ত এই আশিস মিশ্র মুক্তি না পায়: অধীর।Bangla News

"আমরা সকলে টিভিতে দেখেছি কীভাবে লখিমপুরে বিজেপি মন্ত্রীপুত্র বিক্ষোভরত কৃষকদের ওপর গড়ি চালিয়ে দিচ্ছেন। এটি আসলে পরিকল্পিত হত্যা। উত্তরপ্রদেশের পুলিশ আসলে বিজেপির অঙ্গুলিহেলনে চলে, ফলে অভি‌যুক্তকে গ্রেফতার করতে বিলম্ব করে। এমনকী তাকে জামিন দেওয়ার ব্যবস্থাও করেছিল। আশিস মিশ্রর (Asish Mishra) মামলা চলাকালীন হাজতের বাইরে থাকা প্রত্যক্ষদর্শীদের ওপর চাপ সৃষ্টি করবে। ফলে আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাবো, মামলায় রায় ঘোষণা না হওয়া প‌র্যন্ত এই আশিস মিশ্র মুক্তি না পায়।" লখিমপুর প্রসঙ্গে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola