Left-Congress-ISF Brigade Meeting: 'ব্রিগেডের বার্তা কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছে পৌঁছে গেছে', মত ঋজু ঘোষালের

Continues below advertisement

আজ জোটের ব্রিগেড সমাবেশের আগে কংগ্রেস নেতা ঋজু ঘোষাল জানান, "ব্রিগেডের বার্তা বিগত ৭২ ঘণ্টা ধরে পরিষ্কারভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পৌঁছে গেছে। শাসক তুমি সাবধান - এই বার্তা দুই সরকারের কাছেই পৌঁছে গেছে। পাশাপাশি তিনি বলেন, "বাম ও কংগ্রেস মানুষের সমর্থন পাবেন।" পাশাপাশি আইএসএফ-র সঙ্গে জোট সম্পর্কে তিনি বলেন, "কথা চলছে, ঠিক হলে সবাই জানতে পারবেন।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram