Madan Mitra: ‘তাপসকে বলব, গালাগাল দিন, আত্মহত্যা করবেন না’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্রর
Continues below advertisement
তাপস চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ-বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্রর। ‘একটা সরকারের পক্ষে সবাইকে ডাকা সম্ভব না। আমিও গত কয়েকবছর সরকারি কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পাওয়ার কথাও নয়, কারণ আমি সেই প্যারামিটারে পড়ি না। আমরা ভুলে যাই, অতীতে আমরা সবাই রত্নাকর ছিলাম, পরে বাল্মিকী হয়েছি। তাপস নিজেকে গালিগালাজ করেছেন, দলকে দেননি। তাপসকে বলব, গালাগাল দিন, আত্মহত্যা করবেন না। খেলা অনেক বাকি, দেখতে থাকুন’, মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Tapas Roy Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ) Politics ABP Ananda Bengali News