Madan Mitra: 'যে পার্টিটাই নেই সেই পার্টির মধ্যে নাকি বিদ্রোহ', বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে কটাক্ষ মদনের । Bangla News

Continues below advertisement

বনগাঁর পর এবার গোবরডাঙা। ফের ‘বিক্ষুব্ধ’দের নিয়ে পিকনিক সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। পিকনিকে যোগ গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও দেবদাস মণ্ডলের। ‘হতাশ দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই পিকনিক’। দলীয় কর্মীদের একজোট করাই সাংসদের কাজ : শান্তনু ঠাকুর। ‘সাংসদ নিজের এলাকায় পিকনিক করতেই পারেন’। আমাদের ডাকলে, আমরাও যাব, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। এ বিষয় মদন মিত্র বলেন, যে পার্টিটাই নেই সেই পার্টির দলের মধ্যে নাকি বিদ্রোহ হচ্ছে। পার্টির আছেটা কী? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram