Mamata 21 July: এবার সরাসরি দেশজুড়ে বিজেপি-বিরোধী ঐক্যের আহ্বান তৃণমূলনেত্রীর

Continues below advertisement

কোনও রাখঢাক কিংবা পরোক্ষে বার্তা নয়, ২১ জুলাইয়ের ভার্চুয়াল মিটিং থেকে সরাসরি দেশজুড়ে বিজেপি বিরোধী জোট গঠনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাট থেকে যখন তৃণমূল নেত্রী ভার্চুয়াল ভাষণ দিচ্ছেন তখন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের (TMC) আমন্ত্রণে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য শুনলেন কংগ্রেসের পি চিদম্বরম। দিগ্বিজয় সিংহ থেকে শুরু করে এনজেপির শরদ পাওয়ার, সমাজবাদীর পার্টির রামগোপাল যাদব, আরজেডির মনোজ ঝা থেকে শুরু করে শিবসেনা, শিরোমণি আকালি দল, টিআরএস-এর নেতা-নেত্রীরা  উপস্থিত ছিলেন। আর তাঁদের উদ্দেশেই বারবার তৃণমূল নেত্রী স্পষ্ট ভাষায় বললেন বিজেপিকে হঠাতে হলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে এখন থেকেই জোট বাঁধতে হবে। আর শুধু এখানেই থামেননি তিনি। আরও এক ধাপ এগিয়ে তাঁর আসন্ন দিল্লি সফরের সময় বিরোধী দলের নেতাদের একজোট করে বৈঠকের ডাকারও আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram