Mamata Banerjee in Alipurduar: 'উত্তরবঙ্গে সব আসন জিতলেও কথা রাখেনি BJP, খোলেনি একটাও চা বাগান', কটাক্ষ তৃণমূল নেত্রীর
Continues below advertisement
উত্তরবঙ্গ সফরে বুধবার আলিপুরদুয়ারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "উত্তরবঙ্গে সব আসন বিজেপি জিতেছিল। কিন্তু গত দুই বছরে কোনও কাজ করেনি। লোকসভা ভোটের আগে BJP বলেছিল, "সব চা বাগান খুলে দেবে। কিন্তু একটাও চা বাগান খোলেনি। মোদিজি বলেছিল, সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পাঠানো হবে। অথচ কেউ টাকা পাননি।" এছাড়াও বাজেটে বেসরকারিকরণের প্রস্তাবের বিরুদ্ধে আওয়াজ তোলে মুখ্যমন্ত্রী। পেট্রল ডিজেলের দাম বাড়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। বাজেটে বাংলায় ৬৭৫ কিমি রাস্তার প্রস্তাব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ইতিমধ্যেই বাংলায় ৮৫,০০০ কিলোমিটার রাস্তা করে দিয়েছি।"
Continues below advertisement
Tags :
Bengal Election ABP Ananda LIVE Alipurduar Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC West Bengal Elections 2021 Mamata Banerjee