Mamata Banerjee in Jhargram: ‘গত ৮-৯ বছরে ঝাড়গ্রামে একটাও খুন হয়নি’, গোপীবল্লভপুরে দাবি Mamata-র
আজ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের মতোই আজও তিনি হুইল চেয়ারে বসেই বক্তব্য রাখেন। সভামঞ্চে তিনি বলেন, ‘আমরা সবাই ঝাড়গ্রামকে ভালোবাসি। যখন এখানে মাওবাদী আন্দোলন চলছিল, ছেলে-মেয়েরা খুন হয়েছিল, তখন কেউ ভয়ে এখানে আসত না, আমি কিন্তু আসতাম। আমার একটা পায়ে চোট, আমি হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমি মনে করি আমার মা-বোনেদের যে দুটো পা রয়েছে, সেই পা-ই আমার পা। সেই পায়ে দাঁড়িয়েই আমি আগামী দিনে জয় করব। চিকিৎসকরা আমাকে এখন বেরোতে বারণ করেছিলেন। আমি না বেরোলে বিজেপির (BJP) দাঙ্গাবাজরা ঝাড়গ্রামকে দখল করে নেবে, সারা বাংলাকে দখল করে নেবে। ঝাড়গ্রামকে নতুন জেলা করে দিয়েছে আমার তৃণমূল কংগ্রেসের সরকার। মেডিক্যাল কলেজ-সহ জেলার সব কিছু আমরা করে দিয়েছি।’ তাঁর আমলে ঝাড়গ্রাম জেলায় কী কী উন্নয়ন হয়েছে, এদিন তাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘আমাদের সরকার আসার পর গত ৮-৯ বছরে ঝাড়গ্রামে একটাও খুন হয়নি।’