West Bengal Elections 2021: আজ বোলপুরে মমতার রোড শো, নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচি
Continues below advertisement
মঙ্গলবার বোলপুরের লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই দিনে নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বোলপুরে তৃণমূলের রোড শোতে থাকছে দুটি ট্যাবলো। রোড শো শেষে জামবুনিতে সভা করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ১টার মধ্যে বোলপুরের লজ মোড়ে মুখ্যমন্ত্রীর পৌঁছনোর কথা রয়েছে। অন্যদিকে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর আজ প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক মিছিল শেষে হনুমান মন্দিরে পুজো দেবেন তিনি। টেঙ্গুয়া মোড় থেকে শুভেন্দুর মিছিল শুরু হবে।
Continues below advertisement
Tags :
Bengal Election ABP Ananda LIVE Abp Ananda BJP TMC West Bengal Elections With ABP Ananda West Bengal Elections 2021 Suvendu Adhikari Mamata Banerjee