Mamata Banerjee: তপশিলি জাতির শিশুদের পায়ে জুতো নেই দেখে ওদের জন্য কেনার নির্দেশ দিই: মমতা| Bangla News

Continues below advertisement

আজ দক্ষিণ কলকাতায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আউসগ্রামের কাছে তখন দেখলাম ছোট ছোট বাচ্চাদের পায়ে জুতো নেই। তাদের পায়ে জুতো নেই দেখে আমি কারণ জিজ্ঞাসা করি। ওরা বলে তপশিলি জাতির ওরা। ওদের জুতো কেনার টাকা নেই। এরপরই আমি ফোন করি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) । প্রত্যেক বাচ্চাকে জুতো কিনে দেওয়ার জন্য নির্দেশ দিই।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram