Mamata Banerjee: 'আপনার ভুঁড়ি কিন্তু অনেক বাড়ছে, একমাস সেদ্ধ ভাত খান', ভুঁড়ি কমাতে দলের নেতাকে পরামর্শ মমতার । Bangla
Continues below advertisement
'আপনার ভুঁড়ি কিন্তু অনেক বাড়ছে, এত বড় মধ্যপ্রদেশ!', পুরসভার চেয়ারম্যানকে নেতাকে প্রশ্ন মমতার (Mamata Banerjee)। কাজের খতিয়ান নেওয়ার সময় ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালকে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। চেয়ারম্যানকে ভুঁড়ি ও ওজন কমাতে পুরুলিয়ার (Purulia) প্রশাসনিক সভা থেকে দিলেন একাধিক পরামর্শ। সুরেশ আগরওয়াল কথা বলতেই উঠতেই তাঁর চেহারা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী? ব্যায়াম করেন কিনা জিজ্ঞেস করেন। মঞ্চে ব্যায়াম করে দেখালে দশ হাজার টাকা দেবেন বলেও জানান। খাওয়া-দাওয়া নিয়েও প্রশ্ন করেন মমতা। চেয়ারম্যানের ডায়েট শুনে চোখ কপালে ওঠে মুখ্যমন্ত্রীর। তারপরে ওজন কমাতে হাঁটার পরামর্শ দেন। পাশাপাশি অন্তত এক মাস শুধু সেদ্ধ ভাত খেতে বলেন।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee TMC West Bengal Kolkata Purulia কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পুরুলিয়া