Mamata Banerjee: তৃণমূল ভদ্রতা করে বলে দুর্বল নয়: মমতা।Bangla News

Continues below advertisement

'একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চক্রান্ত'। বিধানসভায় গতকালের তরজা নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বলেন, ‘বেছে বেছে কাঁথি, ব্যারাকপুর, বহরমপুরে গন্ডগোল হচ্ছে। মানুষের উপর ভরসা রাখতে হবে বিরোধী দলগুলিকে। দলের প্রার্থীকে হারিয়ে দিচ্ছেন, দলে থেকে নাম কেটে দেওয়া হবে। দলের প্রার্থী থাকা সত্ত্বেও নির্দলদের কেন সমর্থন করা হবে? এদের নাম ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি। প্রথমে সতর্ক করবে, তারপর শো-কজ, না শুনলে সাসপেন্ড। ২-৩ জনকে সতর্ক করা হয়েছে, দরজা খোলা আছে যেতে পারেন। বারবার এঁদের বলা হয়েছে, এমন করবেন না। তৃণমূল করতে গেলে আদর্শ-মূল্যবোধ নিয়ে করতে হবে। সিপিএম এখন দর্শনধারী। তৃণমূল ভদ্রতা করে বলে দুর্বল নয়। গতকাল বিজেপি বিধানসভায় চূড়ান্ত অসভ্যতা করেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram