'নন্দীগ্রাম শুধু নয়, মুখ্যমন্ত্রীর অনেক জায়গায় যাওয়া বন্ধ হয়ে যাবে', শহীদ দিবসের জনসভায় মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কটাক্ষ দিলীপের
Continues below advertisement
নন্দীগ্রামে ৭ জানুয়ারি শহীদ দিবসের জনসভায় যাবেন না মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, ওই সভায় অংশ নেবেন সুব্রত বক্সি। এরপরে কবে নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী তা এখনও ঠিক হয়নি। এই বিষয়ে আজ সাংবাদিক সম্মেলনে সুব্রত মুখোপাধ্যায় ( Subrata Mukherjee) জানিয়েছেন, 'অখিল গিরি করোনা পজিটিভ ধরার পরার কারণেই নন্দীগ্রামে কর্মসূচি পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি আমরা। অখিল গিরিকে বাদ দিয়ে এখনই আমাদের দলের পক্ষে নন্দীগ্রামে কর্মসূচি করা সম্ভব না।' পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভায় অংশ না নেওয়াকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি (Dilip Ghosh) বলেন, 'ওনার অনেক জায়গায় যাওয়া বন্ধ হয়ে যাবে।' অন্যদিকে TMC ছেড়ে BJP-তে যোগ দেওয়ার ঘোষণা করলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব সহ সভাপতি রামকৃষ্ণ দাস।
Continues below advertisement
Tags :
Bengal Election ABP Ananda LIVE Abp Ananda BJP TMC West Bengal Elections With ABP Ananda West Bengal Elections 2021 Dilip Ghosh Mamata Banerjee