'উৎপাদন শিল্পে ২০ নম্বরে নয়, গোটা দেশে চার নম্বরে বাংলা', স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা মমতা

Continues below advertisement
আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) আক্রমণের উত্তর দেন মুখ্যমন্ত্রী। 'উনি বলেছেন উৎপাদন শিল্পে গোটা দেশে ২০ নম্বরে বাংলা। আমরা বলছি, বাংলা দেশে চার নম্বরে বাংলা। রাজ্যের জিডিপিতে উনি বলেছেন ১৬ নম্বরে রয়েছে বাংলা। আমি বলছি, বাংলা দেশে দুই নম্বরে রয়েছে। চ্যালেঞ্জ হয়ে যাক কে ঠিক কে ভুল।" বলেন মমতা।
রাজ্যে মৃত্যুহার কমা, বিদেশি বিনিয়োগের আমদানি। মমতা আরও বলেন, ‘বাংলা মানেই খারাপ রাজ্য, দেখাতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’।‘ দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজে বাংলা এক নম্বর। ‘গ্রামীণ রাস্তা-আবাসনে বাংলা দেশের মধ্যে এক নম্বর’‘আত্মহত্যা, পারিবারিক কারণে মৃত্যু হলেও খুন বলা হচ্ছে’।‘বাংলায় ধর্ষণের ঘটনা কমছে’।‘নিরাপত্তায় কলকাতা দু’বার সেফেস্ট সিটি’।‘ ২২ হাজার কোটি টাকার এফডিআই এসেছে’।‘ কোভিড ম্যানেজমেন্ট সবচেয়ে ভাল করেছে বাংলা’।‘ ষাট শতাংশের উপর গ্রামীণ সড়কের অবস্থা ভাল’
‘ 




 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram