BJP VS TMC: 'বিজেপির ৬-৭ সাংসদ যোগ দিতে চলেছে তৃণমূলে, ফিরবেন বিধায়করাও' হুঙ্কার জ্যোতিপ্রিয়র, 'দিদির মন রাখার চেষ্টা', পাল্টা দিলীপ
৬-৭ জন বিজেপি সাংসদ যোগ দেবেন তৃণমূলে। ভোটের আগেই দলত্যাগী বিধায়করাও ফের তৃণমূলে ফিরতে চাইছেন। দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। জবাবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) কথায় মানুষ গুরুত্ব দেন না। এসব বলে দিদিমণির মন রাখার চেষ্টা করছেন।
Tags :
Bengal Election Jyotipriya Mallick ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC BJP West Bengal Elections 2021 Dilip Ghosh