MIM workers join TMC: 'বাংলায় শান্তির পরিবেশে ছিলাম, হঠাৎ এল বিষাক্ত হাওয়া, তাই তৃণমূলে' MIM ছেড়ে TMC-তে যোগদান সাংগঠনিক প্রধানের
শনিবার তৃণমূলে যোগ দিলেন MIM-এর কার্যকরী সভাপতি ও সাংগঠনিক প্রধান শেখ আব্দুল কালাম। চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) হাত থেকে তৃণমূল ভবনে এদিন দলীয় পতাকা তুলে নেন শেখ আব্দুল কালাম। একই সঙ্গে বিভিন্ন জেলার একাধিক মিম নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন জেপি নাড্ডার বঙ্গ সফরকে কটাক্ষ করেন চন্দ্রিমা।
Tags :
Bengal Election ABP Ananda LIVE AIMIM Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC West Bengal Elections 2021