Modi Tweeter Hack: 'ট্যুইটার কতৃপক্ষের এ বিষয়টি দেখা উচিত', প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞ শৈবাল চক্রবর্তী । Bangla News
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক! 'দেশে বৈধতা পাচ্ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। সরকার পাঁচশো বিটকয়েন কিনেছে। দেশবাসীকে দেওয়া হবে বিটকয়েন', লেখা হল ট্যুইটারে। 'ট্যুইটার কর্তৃপক্ষকে জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা। সুরক্ষিত করা হয়েছে প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট’, প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে জানানো হল ট্যুইট করে। ওই সময়ে কোনও বার্তা গেলে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয় সাইবার বিশেষজ্ঞ শৈবাল চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদি মনে হয় প্রথম ব্যক্তি যার সবচেয়ে বেশি সংখ্যক ফলোয়ার রয়েছে ট্যুইটারে। প্রায় ৭০ কোটির উপরে। ট্যুইটারের কতৃপক্ষের এই দায়িত্বটা নেওয়া উচিত। যা সাবধানতা নেওয়ার দরকার ছিল তা নিশ্চই প্রধানমন্ত্রী দফতর নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কী করে হ্যাক হয়? এগুলো ট্যুইটার কতৃপক্ষের সিকিউরিটি এবং কমপ্লায়েন্স নিয়ে যে গাইডেন্স রয়েছে সেটা ফলো হয়েছে কি না তা দেখা কর্তব্য।