Morning Headlines: সেনা হাসপাতালে বিজেপি নেতার ময়নাতদন্ত, প্রয়াত পার্থ ঘোষ ।Bangla News

Continues below advertisement

সেনা হাসপাতালে কাশীপুরের বিজেপি যুব নেতার ময়নাতদন্ত। রাজ্য দফতরে শেষশ্রদ্ধা জানালেন সুকান্ত, দিলীপ।

যুব বিজেপি নেতার দেহ আসতেই কান্নায় ভাঙল কাশীপুর। সিবিআই তদন্তে অনড় পরিবার।

ময়নাতদন্ত নিয়েও শাসক-বিরোধী সংঘাত।

ঠিক কী হয়েছিল? কীভাবে কাশীপুরে বিজেপির যুব নেতার মৃত্যু?স্থানীয়দের বয়ান নিল পুলিশ। তদন্তে থ্রিডি ম্যাপিং। বাড়িতে বসল ক্যামেরা।

দলীয় কর্মী খুনে অভিযুক্তরা এখনও অধরা, সেলিমের নিশানায় পুলিশ।

অমিত সফরের পরেই ফের তথাগতর নিশানায় বঙ্গ বিজেপি। চিন্তার দৈন্য বহুকালের রোগ বলে ট্যুইটে খোঁচা। ঠিকই বলছেন, কটাক্ষ তৃণমূলের।

অমিত শাহের সঙ্গে নৈশভোজের পরের দিনই মমতার প্রশংসায় সৌরভ। কাছের মানুষ বলে মন্তব্য। জল্পনা বাড়ল ডোনার মন্তব্যে।

কয়লাপাচারকাণ্ডে রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা। জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২০ অগাস্টের মধ্যে হাজিরার নির্দেশ।

কাজ করলে পুরস্কৃত করা হবে, না করলে টিকিট নয়। তেলঙ্গানায় দলীয় বৈঠকে বার্তা রাহুলের।

 বিজেপি নেতা বাগ্গাকে নিয়ে দিল্লি-পাঞ্জাব পুলিশের সংঘাত। মোহালি কোর্টের পরোয়ানার বিরুদ্ধে মধ্যরাতে হাইকোর্টে শুনানি। মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ।

দুর্নীতি আটকাতে শিক্ষক নিয়োগ বিধিতে বদল আনছে এসএসসি। পরীক্ষা শুধু ওএমআর শিটে, ফিরছে ইন্টারভিউ। প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে।

মধ্যবিত্তের মাথায় হাত! একলাফে ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের।

এলপিজি হাজার পার! গ্রেট ইন্ডিয়া লুঠ, ট্যুইট মমতার। সরব কংগ্রেসেও।এসএইউসির বিক্ষোভ। অন্য দেশের তুলনায় দাম কমের সাফাই বিজেপির।

আরবিআইয়ের রেপো রেট বৃদ্ধির ৩দিনের মধ্যেই গৃহঋণের সুদ বাড়াল এইচডিএফসি। সুদ বাড়াল দশমিক ৩ শতাংশ। ৯ মে থেকে কার্যকর।

ভর সন্ধ্যায় দিল্লিতে গ্যাং ওয়ারে শ্যুটআউট। সুভাষনগরে এলোপাথাড়ি গুলি, আহত ২। অন্তত ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা চম্পট।

আজকের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্মচাপ। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সমুদ্রতীরবর্তী এলাকায়

নিম্নচাপের জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা। সতর্কতা জেলাতেও। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করল সরকার।

আত্মপ্রকাশের পরই ডায়মন্ড হারবার এফসির চমক। প্রথম ডিভিশনের জন্য আসছেন বাগানের আইলিগ জয়ী স্প্যানিশ কোচ ভিকুনা। শীঘ্রই ঘোষণা।

আবৃত্তি জগতে নক্ষত্র পতন। গৌরী ঘোষের প্রয়াণের ১ বছরের মধ্যেই প্রয়াত পার্থ ঘোষ। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। রবীন্দ্রসদনে শেষশ্রদ্ধা জানালেন অনুরাগীরা।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram