Mukul PAC Chairman: মুকুলকে নিয়ে শাসক-বিরোধী তরজায় উঠল মানস-প্রসঙ্গও

Continues below advertisement

বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান নির্বাচিত হলেন মুকুল রায় (Mukul Roy)। যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দাবি করেছেন, বিরোধী বিধায়ক হিসেবেই তাঁকে এই পদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে অনেকে মানস ভুঁইয়ার (Manas Bhunia) কথা মনে করিয়ে দিলেও বিজেপির দাবি, মানস ভুঁইয়ার সঙ্গে মুকুল রায়ের তুলনা চলে না। দিনটা ছিল ১১ জুন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। কিন্তু দুই সপ্তাহ পর মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হওয়ার জল্পনা মাথাচাড়া দিতেই তাঁর মুখে শোনা যায় 'মুকুল রায় তো বিজেপির সদস্য’। অন্যদিকে দলবদলের পরও বিধানসভায় বিজেপির বেঞ্চে বসায় মুকুল রায়কে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram