PAC Chairman: উনি এখনও বিজেপি বিধায়ক, মুকুলের পিএসি চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে মন্তব্য পার্থর

Continues below advertisement

বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায় (Mukul Roy)। আজ পিএসি-র চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ। এই প্রসঙ্গে আজ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, 'অভিজ্ঞতার নিরিখে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। মুকুল রায় এই মুহূর্তে বিজেপির বিধায়ক। বিরোধী পক্ষ থেকেই এই কমিটির চেয়ারম্যান করা উচিত। সেই অনুযায়ী অধ্যক্ষের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি।'

এদিকে পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণার প্রতিবাদে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘কোনও বিষয়েই আলোচনার সুযোগ কেউ পায়নি। রীতি অনুযায়ী বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান হন। সরকারের খরচ করার যেমন অধিকার আছে, তেমনই বিরোধী দলের অধিকার আছে, সেই ব্যয় পরীক্ষা করে খতিয়ে দেখার। শাসক দল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। মুকুল রায়ের নামের প্রস্তাব করে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সেই প্রস্তাব সমর্থন করেছেন এগরার তৃণমূল বিধায়ক। মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি বিজেপির কোনও বিধায়ক।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram