Municipal Election: নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের পাশে দিলীপ, 'নিজে ঠিক হন, পরে জ্ঞান দেবেন', পাল্টা ফিরহাদ | Bangla News

Continues below advertisement

রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের (Jagdeep Dhankhar) পাশে বিজেপি (BJP)। স্বাধীন সংস্থা হলে তিন বছর কেন পুরসভাগুলিতে নির্বাচন হয়নি? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "কমিশনের দায়িত্ব ঠিক সময়ে নির্বাচন করানো। তারা করায়নি মানে রাজ্য সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে। রাজ্যপালের তরফে ঠিক প্রশ্ন তোলা হয়েছে।" পাল্টা ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কটাক্ষ, 'নিজেরে আচারি ধর্ম পরেরে শিখাও। সংবিধান অনুযায়ী উনি নিজে কাজ করছেন? রাজ্যপাল বিজেপির কথামতো কাজ করছেন। নিজেকে আগে ঠিক করুন, তারপর রাজ্য সরকারকে জ্ঞান দেবেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram