Municipal Election: 'কেন কলকাতা-হাওড়ার ভোট আগে?' 'কমিশনের সিদ্ধান্তে অসন্তুষ্ট সুকান্ত মজুমদার | Bangla News

Continues below advertisement


পুরভোট নিয়ে আরও একধাপ এগোল কমিশন। রাজ্যের প্রস্তাবে কমিশনের (Election Commission) সম্মতি। সম্মতিপত্র পাঠানো হল পুর ও নগরোন্নয়ন দফতরে। রাজ্যের প্রস্তাব মতই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট। ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে সম্মতি কমিশনের। এ বিষয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) বলেন,  রাজ্য সরকারের যে প্রস্তাব কমিশনের কাছে যায়, কমিশন সাধারণত সেটাকেই সম্মতি জানায়। এবং স্বাভাবিকভাবেই জানিয়ে। আমরা এই বিষয় কমিশনের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নই। কেন এই ভোটগুলিকে আগে করিয়ে নেওয়া হচ্ছে? অন্তত শিলিগুড়ি কর্পোরেশন করা উচিত ছিল। সেটাও হচ্ছে না। এই উত্তরটা পাওয়া খুব দরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram