Municipal Election : 'সরকারের কথায় যে কমিশন উঠবোস করে মিলে গেল', ২২ তারিখ ভোটের সিদ্ধান্ত প্রসঙ্গে সুজন চক্রবর্তী| Bangla News

Continues below advertisement

২২ তারিখেই হবে বিধাননগর, আসলানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে ভোট (Municipal Election)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিবের সঙ্গে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। প্রচারে নিয়ন্ত্রণ করে ৪ পুরসভায় ভোট চায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। করোনা সংক্রমণ বৃদ্ধিতে কী গাইডলাইন? আজই ঘোষণা করবে কমিশন।

এ বিষয় সিপিএম নেতা, সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, ২২ তারিখে ৪টি পৌরনিগমের ভোট হবে, এই সিদ্ধান্তটা ইতিমধ্যে গৃহীত হয়েছে। এতে আমরা আপত্তি করিনি। কিন্তু এটা কোনও সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নয়। এক তরফা হয়ে শাসকদল এবং সরকার, আর তাদের কথায় উঠবোস করে নির্বাচন কমিশন মিলে ঠিক করেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram