Nandigram: সকালে তৃণমূল, দুপুরে বিজেপি, নন্দীগ্রামে আজ জোড়া স্মরণসভা দুই দলের | Bangla News

Continues below advertisement

২০০৭-এর ১০ নভেম্বর, নন্দীগ্রামে (Nandigram) গুলি চালনার প্রতিবাদে আজ স্মরণসভার আয়োজন করেছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। কিন্তু তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হচ্ছে। সকালে গোকুলনগরের কর পল্লিতে তৃণমূলের তরফে কুণাল ঘোষ, তাপস রায়, দোলা সেন সহ নন্দীগ্রামের তৃণমূল নেতারা উপস্থিত। এরপর দুপুরে একই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যতদিন তৃণমূলে ছিলেন, ততদিন ১০ নভেম্বর নন্দীগ্রামে একটিই অনুষ্ঠান হত। গতবছর বিজেপিতে যোগদানের আগেই এই দিনে আলাদা অনুষ্ঠান করেন শুভেন্দু অধিকারী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram