Nandigram: 'ভুল করে, ভুল বুঝে দূরে না থেকে TMC-তে ফিরে আসুন', নন্দীগ্রাম দিবসে আহ্বান তাপস রায়ের | Bangla News

Continues below advertisement

২০০৭-এর ১০ নভেম্বর, নন্দীগ্রামে (Nandigram) গুলি চালনার প্রতিবাদে আজ স্মরণসভার আয়োজন করেছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। কিন্তু তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হচ্ছে। সকালে গোকুলনগরের কর পল্লিতে তৃণমূলের তরফে কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস রায়, দোলা সেন-সহ নন্দীগ্রামের তৃণমূল নেতারা উপস্থিত। সেখানে তাপস রায় (Tapas Roy) বলেন, "এখানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানো হয়েছে, খুবই পরিতাপের বিষয়। আমি বলব, যারা ভুল করেছেন, ভুল বুঝেছেন তাঁরা ফিরে আসুন। অনেকেই ফিরে এসেছেন।" এরপর নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, "ও একা দাঁড়িয়ে থাকুক, জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে ফিরে আসুন। যে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করতে হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram